আন্তর্জাতিক ডেস্কঃ রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর ইস্যু নিয়ে ঘোঁট পাকাতে চেয়েছিলেন খোদ পাক প্রধানমন্ত্রী সাহিদ খাকান আব্বাসি। সেই চেষ্টা সফল হয়নি। আর এবার তাদের সুখদুঃখের বন্ধু চিনও জানিয়ে দিল, কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিকীকরণের চেষ্টায় তারা পাকিস্তানের পাশে নেই, ভারত-পাক দুদেশকেই কাশ্মীর সমস্যা মেটাতে হবে। চিনা বিদেশ মন্ত্রক স্পষ্ট ভাষায় জানিয়েছে, কাশ্মীর ইস্যুতে চিনের অবস্থান নিয়ে ধোঁয়াশার কোনও অবকাশ নেই। ভারত ও পাকিস্তানকেই নিজেদের মধ্যে আলোচনা ও যোগাযোগ বাড়িয়ে এই সমস্যা মেটাতে হবে, দেখতে হবে এলাকায় যাতে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকে।
পাক প্রধানমন্ত্রী আব্বাসি বৃহস্পতিবারই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে কাশ্মীরের জন্য রাষ্ট্রসঙ্ঘের বিশেষ দূত নিয়োগের পক্ষে সওয়াল করেন। কিন্তু চিনের কথায় পরিষ্কার, পাকিস্তান যতই চেষ্টা করুক, তারা ভারতকে চটিয়ে কাশ্মীর ইস্যুতে নাক গলানোর চেষ্টা করবে না। বেজিং অল্পদিন আগেও পাকিস্তানের দাবিদাওয়াকে বিশেষ গুরুত্ব না দিয়ে ব্রিকসের মঞ্চে ভারত সহ অন্য চারটি দেশের সঙ্গে পাকিস্তানের মাটিতে ফুলে ফেঁপে ওঠা জঙ্গি সংগঠনগুলির প্রসঙ্গ তুলে উদ্বেগ জ্ঞাপন করেছে। পুরনো বন্ধুর এই ভোলবদলে উদ্বিগ্ন পাকিস্তান নিজেদের বিদেশমন্ত্রীকে বেজিংয়ে পাঠায়, যাতে তিনি চিন সরকারকে বোঝান, তারা যেন ব্রিকসের অবস্থান পরেও বজায় না রাখে।কিন্তু বেজিং এদিনও পরিষ্কার করে দিল, কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদের তালে তাল দিয়ে চলবে না তারা।