News71.com
 International
 01 Sep 17, 02:23 AM
 201           
 0
 01 Sep 17, 02:23 AM

মুম্বাইয়ে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ২১,উদ্ধার ২৪।।

মুম্বাইয়ে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ২১,উদ্ধার ২৪।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মুম্বাইয়ে প্রায় শত বছরের পুরনো ছয়তলা একটি ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ২১ হয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে অন্তত ১০ জন চাপা পড়ে আছে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের। বিএমসি ডিজাস্টার কন্ট্রোল এ খবর জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে শহরের বহেন্দি বাজার এলাকায় ১১৭ বছরের পুরনো ছয়তলা ভবনটি ধসে পড়ে। ব্যস্ত ওই বাজার এলাকার মাওলানা শওকত আলী রোডের জীর্ণ ওই ভবনটিতে ৯টি পরিবার বাস করতো বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

ভবনটির নিচতলায় একটি মিষ্টির দোকানের গুদাম ছিল বলেও জানা গেছে। ছয় বছর আগে ভবনটিকে বিপজ্জনক'তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১১টি মৃতদেহ উদ্ধার করেতে সক্ষম হয়েছে;জীবিত উদ্ধার করা হয়েছে ২৪ জনকে। গত মঙ্গলবার মুম্বাইতে গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার দুই দিন পর ভবনধসের ঘটনাটি ঘটল। ভারি বৃষ্টিপাতে জীর্ণ ভবনটি দুর্বল হয়ে ধসে পড়তে পারে বলে ধারণা পুলিশের। শহরের ডংরি মহল্লার এই এলাকাটি সরু গলিময় এবং পুরনো ভবনে ঠাসা। এসব ভবনের কোনো কোনোটি শতাধিক বছর পুরনো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন