News71.com
 International
 01 Sep 17, 12:29 PM
 207           
 0
 01 Sep 17, 12:29 PM

ঘূর্ণিঝড় হার্ভে ও বন্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ১ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় হার্ভে ও বন্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ১ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্কঃযুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় হার্ভে ও এর ফলে সৃষ্ট বন্যা প্রায় ১ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের একজন কর্মকর্তা।এ ব্যাপারে অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা টম বোসার্ট হোয়াইটকে হাউজকে বলেছেন, ক্ষতিগ্রস্তদেরকে জরুরী আর্থিক সহায়তা দেয়ার জন্য কংগ্রেসকে যাতে বলা হয়। এদিকে গত বুধবার এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, ক্ষতি সামলিয়ে ওঠতে ফেডারেল সরকার থেকে ১২৫ বিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ সহযোগিতা চাইবেন তারা।

পরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ত্রাণ তৎপরতার জন্য নিজের অর্থ তহবিল থেকে ১ মিলিয়ন পাউন্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, গত শনিবার টেক্সাসে শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভে আঘাত হানে। এতে এ পর্যন্ত কমপক্ষে ৩৩ জন মারা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রতি ঘরে ঘরে উদ্ধার তৎপড়তা চালাচ্ছে। এ উদ্ধার অভিযান শেষ হতে দুই সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন