News71.com
 International
 01 Sep 17, 12:11 PM
 189           
 0
 01 Sep 17, 12:11 PM

মার্কিন কূটনীতিক বহিস্কারের পাল্টা হিসেবে রাশিয়াকে কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

মার্কিন কূটনীতিক বহিস্কারের পাল্টা হিসেবে রাশিয়াকে কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্কঃযুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে রাশিয়ার কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে দেওয়া হয়ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। একই সঙ্গে কনস্যুলেটের ওয়াশিংটন ও নিউইয়র্কের দুটি বর্ধিত কার্যালয় বন্ধ করে দিতেও বলা হয়েছে। জানাগেছে গত মাসে রাশিয়া দেশটি থেকে মার্কিন কূটনীতিকের সংখ্যা কমাতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করে। এর পাল্টা জবাবে ওয়াশিংটন এ নির্দেশ দিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নিউয়ার্ট এক বিবৃতিতে বলেছেন, আমরা মনে করি, (মস্কোর) এই পদক্ষেপ অপ্রত্যাশিত এবং দুই দেশের সামগ্রিক সম্পর্কের জন্য ক্ষতিকর। মস্কোর ব্যবহারের কারণেই আমরা রুশ সরকারকে বলছি, তাদের সান ফ্রান্সিসকোর কনসুলেটটি এবং ওয়াশিংটন ডিসির চ্যান্সেরির একটি এনেক্স ও নিউ ইয়র্কের চ্যান্সেরির একটি এনেক্স গুটিয়ে নিতে। এটা ২ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন