News71.com
 International
 14 Aug 17, 11:53 AM
 189           
 0
 14 Aug 17, 11:53 AM

আফ্রিকার সিয়েরা লিওনে পাহাড়ধসে নিহত দুই শতাধিক মানুষ নিহত  

আফ্রিকার সিয়েরা লিওনে পাহাড়ধসে নিহত দুই শতাধিক মানুষ নিহত   

আন্তর্জাতিক ডেস্কঃআফ্রিকান দেশে সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে পাহাড়ধসে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। রেডক্রসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো । তবে স্থানীয় অনেক গণমাধ্যম তিন শতাধিক নিহতের খবর দিচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে স্থানীয় সময় সোমবার ভোররাতের দিকে রাজধানীর রিজেন্ট এলাকায় পাহাড়ধসে অনেকগুলো ঘর চাপা পড়ে।

উদ্ধারকাজ চলছে জানিয়ে রেডক্রসের মুখপাত্র আবু বকর তারাওয়ালি জানান, ফ্রিটাউনের সেন্ট্রাল মর্গে ২০৫টি মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে।মাটির নিচে চাপা পড়া ঘরগুলোতে এখনো অনেকে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনাকে মারাত্মক দুর্যোগ বর্ণনা করে দেশটির ভাইস-প্রেসিডেন্ট ভিক্টোর বকারি ফোহ বলেন, ‘এখনো অনেকে মাটির নিচে চাপা পড়ে আছে। এ ঘটনায় আমি খুবই বেদনাহত।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন