News71.com
 International
 16 Nov 25, 11:15 AM
 13           
 0
 16 Nov 25, 11:15 AM

লিবিয়া উপকুলে অভিবাসী নিয়ে নৌকা ডুবি॥৪ বাংলাদেশীর মৃত্যু

লিবিয়া উপকুলে অভিবাসী নিয়ে নৌকা ডুবি॥৪ বাংলাদেশীর মৃত্যু

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার উপকূলীয় এলাকায় অভিবাসী ও আশ্রয়প্রার্থী বহনকারী দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই বাংলাদেশি বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। গতকাল শনিবার সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাতে রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার (৭৩ মাইল) পূর্বে অবস্থিত উপকূলীয় শহর আল-খুমসের কাছে এই দুর্ঘটনা ঘটে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, প্রথম নৌকাটিতে ২৬ জন যাত্রী ছিলেন, যাঁদের সবাই বাংলাদেশি। নৌকাটি ডুবে যাওয়ায় এই ২৬ জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

 

দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন যাত্রী ছিল, যাদের মধ্যে দুজন মিসরীয় এবং কয়েক ডজন সুদানি নাগরিক। দ্বিতীয় নৌকাটির যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছে, এই ৬৯ জনের মধ্যে আটটি শিশু। উদ্ধার অভিযানে লিবিয়ার কোস্টগার্ড এবং আল-খুমস বন্দর নিরাপত্তা সংস্থা অংশ নেয়। লিবিয়ান রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায়, স্বেচ্ছাসেবকেরা উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এবং মৃতদেহগুলো কালো প্লাস্টিকের ব্যাগে সারবদ্ধভাবে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন