News71.com
 International
 16 Nov 25, 11:14 AM
 18           
 0
 16 Nov 25, 11:14 AM

পাকিস্তানে আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণ॥ ৪জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত

পাকিস্তানে আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণ॥ ৪জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের হায়দ্রাবাদে আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকারী দলের মুখপাত্র জানান, শনিবারের এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে লাঘারি গোথ নদীর তীরের একটি আতশবাজি কারখানায়। যেটি লতিফাবাদ থানার বি সেকশনের মধ্যে। বিস্ফোরণের পর কারখানায় আগুনও লেগেছে বলে জানান তিনি। লিয়াকত বিশ্ববিদ্যালয় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. ভিনেশ কুমার বলেন, ‘আগুনে পোড়া চারটি মরদেহ আমরা পেয়েছি। এছাড়া গুরুতর আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন