News71.com
 International
 11 Aug 17, 07:47 AM
 184           
 0
 11 Aug 17, 07:47 AM

এই প্রথমবার আমেরিকা থেকে বিশাল ট্যাংকার বোঝাই অপরিশোধিত তেল আসছে ভারতে

এই প্রথমবার আমেরিকা থেকে বিশাল ট্যাংকার বোঝাই অপরিশোধিত তেল আসছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক : ভারত এই প্রথমবারের মতো আমেরিকা থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার পদক্ষেপ নিয়েছে। প্রতি মাসে আমেরিকার কাছ থেকে ভিএলসিসি নামে পরিচিত বিশাল ট্যাংকার বোঝাই অপরিশোধিত তেল কেনার জন্য নয়াদিল্লি সরকারের অনুমোদন পেয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আমেরিকা থেকে প্রতি মাসে বিদেশি ট্যাংকারে করে তেল আনার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে কেবলমাত্র ভারতীয় ট্যাংকারে করে তেল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ভারতীয় বিধি মোতাবেক দেশের শিপিং লাইনের চেয়ে বিদেশি ট্যাংকার কোম্পানি কম দর দিতে ব্যর্থ হলেই কেবল বিদেশি জাহাজে করে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি পাবে ভারতীয় তেল কোম্পানিগুলো। কেবলমাত্র অপরিশোধিত তেলবাহী অতি বিশাল ট্যাংকার বা ভিএলসিসিতে করেই আমেরিকা থেকে তেল আমদানি করা যায়। এজন্য ভারতীয় তেল কোম্পানিগুলোকে যদিও মার্কিন শিপিং মন্ত্রকের অনুমতি নেয়ার প্রয়োজন ছিল।

আমেরিকা থেকে ১৬ লাখ ব্যারেল তেল আমদানি করার জন্য গত মাসে ওডিষার প্রদীপ শোধনাগার একটি চুক্তি করেছে। ইতিহাসে এই প্রথম দেশের কোনও ভারতীয় শোধনাগার মার্কিন তেল কেনার চুক্তি করে।সম্প্রতি ইরান থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে ভারত। প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে অপরিশোধিত তেল কেনা আরও কমিয়েছে ভারত। পারস্য উপসাগরে ইরানের একটি গ্যাসক্ষেত্রের উন্নয়নের বিষয়ে সৃষ্ট টানাপড়েনের কারণে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। বুধবার প্রকাশিত রয়টার্সের নতুন তথ্য অনুসারে, জুলাই মাসে ইরান থেকে ভারতের তেল কেনার পরিমাণ শতকরা ১৬.৩ ভাগ কমেছে। ভারত বর্তমানে ইরান থেকে প্রতিদিন চার লাখ ১৪ হাজার ৯০০ ব্যারেল তেল কিনছে। গত বছরের চেয়ে এই পরিমাণ শতকরা ২০.৭ ভাগ কম। ধারণা করা হচ্ছে- চলতি মাসে ইরান থেকে ভারতের দৈনিক তেল কেনার পরিমাণ দাঁড়াবে তিন লাখ ১০ হাজার ব্যারেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন