আন্তর্জাতিক ডেস্কঃ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভিন্নমতাবলম্বী চীনা রেখক লিও জিয়াওবো মারা গেছেন। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় সেনইয়াং নগরীর সরকার আজ বৃহস্পতিবার এ সংবাদ দিয়েছে। সেখানে তার লিভার ক্যান্সারের চিকিৎসা চলছিল। সেনইয়াংয়ের ‘ব্যুরো অব জাস্টিস’ তাদের ওয়েবসাইটেএক বিবৃতিতে বলেছে,তার কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছিল। ফলে তাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। চীনে মানবাধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কারের জন্য কাজ করে যাওয়া লিও ২০১০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ২০০৯ সালে রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেয়ার অভিযোগে তাকে ১১ বছরের কারাদ- দিয়েছিল চীন সরকার। চীনে আমূল রাজনৈতিক সংস্কারের দাবিতে অন্যান্য অধিকার কর্মীদের সঙ্গে ‘চার্টার ৮’ শীর্ষক একটি পিটিশনও সই করেছিলেন লিও।