আন্তর্জাতিক ডেস্কঃ ক্যামেরুনের উত্তরপূর্বাঞ্চলে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছে। বোকো হারাম এই হামলার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।আজ বৃহস্পতিবার দেশটির নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।গতকাল বুধবার সন্ধ্যায় নাইজেরিয়ার সীমান্তবর্তী এলাকা ওয়াজার কাছে সন্ধ্যায় এ বোমা হামলা চালানো হয়েছে।বাণিজ্যিক নগরীটির একটি ব্যস্ততম এলাকা লক্ষ্য করে হামলা দুটি চালানো হয়। নিরাপত্তা সূত্রটি আরো জানায়, শহরটি বন্ধ করে দেয়া হয়েছে।নিরাপত্তা কর্মী ছাড়া কেউ সেখানে যাওয়া আসা করতে পারছে না।