News71.com
 International
 13 Jul 17, 07:11 PM
 183           
 0
 13 Jul 17, 07:11 PM

তুরস্কের সামরিক স্থাপনায় আগুন।।

তুরস্কের সামরিক স্থাপনায় আগুন।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সিরীয় সীমান্তে সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত একটি এলাকায় আজ বৃহস্পতিবার বড় ধরনের আগুন লেগেছে। এ ঘটনায় কেউ নিহত হয়েছে কি না,তা জানা যায়নি। তবে ১০ সেনাসদস্য আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। স্থানীয় মিডিয়া জানায় দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কিলিসের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত ওই এলাকার একটি অস্ত্রাগার থেকে ছোট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগুন লাগার কারণ এখনও পরিষ্কার হয়নি।

কিলিসের প্রাদেশিক গভর্নর দপ্তর জানিয়েছে,সামরিক কোয়ার্টারে লাগা আগুন একটি অস্ত্রাগারে ছড়িয়ে পড়ার পর সেখানে ছোট ছোট কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। ধোঁয়ার কারণে ১০ সৈন্য শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন,তাদের কিলিস শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলটি কিলিস ও ওই অঞ্চলের বৃহত্তম শহর গাজিয়ানতেপের মধ্যবর্তী মহাসড়কের পাশে। ভোর ৪টা থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং দকমল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন