News71.com
 International
 13 Jul 17, 03:07 PM
 164           
 0
 13 Jul 17, 03:07 PM

কুয়েতে অভিবাসী শ্রমিকদের আইনি সহায়তায় হটলাইন চালু ।।

কুয়েতে অভিবাসী শ্রমিকদের আইনি সহায়তায় হটলাইন চালু ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অভিবাসী শ্রমিকদের সহায়তায় হটলাইন চালু করেছে কুয়েত সোসাইটি ফর হিউম্যান রাইটস। কুয়েতের অভিবাসী শ্রমিকদের বিভিন্ন আইনি অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই হটলাইন চালু করা হয়েছে। আরবি,ইংরেজি,ফিলিপিনো,হিন্দি এবং উর্দু- এই পাঁচটি ভাষায় অভিবাসী শ্রমিকের প্রশ্নে আইন এবং শ্রম অধিকার সংক্রান্ত পদ্ধতির উত্তরসহ পরামর্শ দেবেন বিশেষজ্ঞরা।

কুয়েত সোসাইটি ফর হিউম্যান রাইটসের সভাপতি খালিদ আল-হামিদি বলেন,এই হটলাইনের মাধ্যমে যে সকল প্রবাসী কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়েন তারা এখানে আইনি পরামর্শ চাইতে পারেন। এখানে বিশেষজ্ঞদের দ্বারা জবাব দেয়া হবে। এটি শ্রম অধিকার সম্পর্কিত আইন ও পদ্ধতি সম্পর্কে অভিবাসী শ্রমিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সেবা প্রদান কেন্দ্র। ইতোমধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া অভিবাসী শ্রমিকদের অনেক অভিযোগ পেয়েছি। এখন থেকে যে কোন প্রবাসী যে কোন আইনি পরামর্শ ও সহযোগিতা পেতে পারেন এই হটলাইন ২২২১৫১৫০ নম্বরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন