আন্তর্জাতিক ডেস্কঃ ফেসবুকে অশালীন পোস্ট করায় গ্রেপ্তার হলেন ভারতের বিজেপি নেতা। আসানসোলের হীরাপুরের রাধানগর থেকে গ্রেপ্তার করা হয় তরুণ সেনগুপ্ত নামে ওই নেতাকে। তিনি বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের সম্পাদক বলে জানা গেছে। সূত্রে জানা গেছে,কয়েকদিন আগে বীরভূমের মহম্মদবাজারের সঙ্ঘর্ষের বিষয়ে একটি প্ররোচনামূলক পোস্ট করে তরুণ। ফেসবুকে ভুয়া পোস্ট করে অশান্তি ছড়ানোর মতো মারাত্মক অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে।
প্রসঙ্গত,গতকাল মঙ্গলবারই গুজরাট হিংসার ছবি বাদুড়িয়ার ঘটনা নামে টুইটারে পোস্ট করার অভিযোগে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কলকাতা পুলিস। গরিয়াহাট ও রিজেন্ট পার্ক থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়। এর আগে ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন,সোশ্যাল মিডিয়ায় কোনও ভুয়া ছবি প্রকাশ করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই মতোই রাজ্যজুড়ে প্ররোচনামূলক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।