News71.com
 International
 12 Jul 17, 01:13 PM
 200           
 0
 12 Jul 17, 01:13 PM

পৃথিবী থেকে বিচ্ছিন্ন আদিবাসী জনপদের মানুষেরা।।

পৃথিবী থেকে বিচ্ছিন্ন আদিবাসী জনপদের মানুষেরা।।

আন্তর্জাতিক ডেস্কঃ আমাজন এর জঙ্গলে একটি এলাকা হলো ভ্যাল ডো জাভারি রিজার্ভেশন। এই এলাকায় পাওয়া গেছে এমন কিছু স্থানীয় আদিবাসীদের গ্রাম, যাদের বাইরের পৃথিবী নিয়ে বিন্দুমাত্র ধারণা নেই। তারা এখনও সেই প্রাচীন আমলের লোক হয়েই আছে,চিন্তা চেতনা,সংস্কৃতি,আচার-বিচারসহ সব কিছু নিয়ে তারা এখনও ঠিক প্রাচীন পৃথিবীতেই আটকে আছে।

আকাশ থেকে চালানো জরিপে দেখা যায় প্রায় ১৪টি গ্রাম রয়েছে যারা জীবনযাপনের জন্য সম্পূর্ণরূপে কৃষি এবং আমাজন জঙ্গলের ওপর নির্ভরশীল। তাদের জীবনযাপন ও সংস্কৃতি বাইরের প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখতে তাই ব্রাজিল কর্তৃপক্ষ এই বিশাল এলাকাটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা দিয়ে সেটাতে বাইরের কারও প্রবেশ নিষিদ্ধ করেছে। এই মানুষগুলোর এখনও কোনো ধারণা নেই কিভাবে বাইরের পৃথিবী কতটা বদলে গেছে। তারা এখনও সেই প্রাচীন আমলের পদ্ধতিতে কৃষি কাজ, নদীতে ভেলা ও ক্যানু ভাসিয়ে মাছ ধরা ও আমাজন জঙ্গল থেকে পাওয়া পশু শিকার করেই কাটিয়ে দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন