News71.com
 International
 11 Jul 17, 07:00 PM
 161           
 0
 11 Jul 17, 07:00 PM

নিজ বাড়িতে শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা।।

নিজ বাড়িতে শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা।।

আন্তার্জতিক ডেস্কঃ থাইল্যান্ডের ক্রাবি প্রদেশে বন্দুকধারীদের হামলায় তিন শিশুসহ আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার পুলিশ একথা জানিয়েছে।তদন্ত কর্মকর্তারাদের ধারণা ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।পুলিশ জানায়, ছয় থেকে সাত সদস্যদের একটি চক্র সোমবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে একটি বাড়িতে ঢুকে এই হামলা চালায়।হামলার সময় বাড়ির মালিক বাইরে ছিলো।হামলাকারীরা ১০ ব্যক্তিকে পণবন্দি করে বাড়ির মালিকের জন্য অপেক্ষা করে।আউ রূয়েক জেলার প্রধান কর্মকর্তা চিউউত বুয়াথং বলেন, ‘রাত ৮টার দিকে বাড়ির মালিক এলে বন্দুকধারীরা সবার চোখ ও হাত বেঁধে গুলি করে হত্যা করে।এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়।হাসপাতালে আরো দু'জন মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন