আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনার প্রথম বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা ও বাণিজ্যের সম্প্রসারণসহ ১০টি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজ জানিয়েছেন, গণমাধ্যম,আইসিটি, ম্যারিন যোগাযোগ ও শিক্ষা সংক্রান্ত বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রনে তিন দিনের এক সরকারি সফরে সিরিসেনা আগামী বৃহস্পতিবার ঢাকায় আসবেন । ২০১৫ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর।সরকারি সূত্র জানায়, সফরকালে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।আনুষ্টানিক আলোচনায় দুই দেশের বিভিন্ন অমীমাংসিত দ্বিপাক্ষিক বিষয়ের অগ্রগতি এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরো উন্নয়নের উপায় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।