আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে কলেরায় প্রায় ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস। সংস্থাটি জানিয়েছে, প্রতিদিন ৭ হাজার মানুষ সেখানে কলেরায় আক্রান্ত হচ্ছে এবং পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।জাতিসংঘ জানিয়েছে কলেরা সংক্রান্ত কারণে ইয়েমেনে ১হাজার ৭শ মানুষ মারা গেছে। ইয়েমেনে দুই বছর ধরে হুথি বিদ্রোহী ও সরকারের মধ্যে চলমান সংঘর্ষে স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।কলেরা পানিবাহিত ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরার মাধ্যমে সংক্রমিত হয়।
কখনো এই রোগের লক্ষণ প্রকাশিত হয় না।কিন্তু গুরুতর অবস্থায় সঠিক চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে।গত ২৪ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইয়েমেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কলেরা সংকটের মুখোমুখি হতে যাচ্ছে যেখানে প্রায় ২ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।রেড ক্রসের হিসেবানুযায়ী ২ সপ্তাহে ১ লাখ মানুষ আক্রান্ত হয়েছে যেটিকে সংস্থার মধ্যপ্রাচ্য পরিচালক রবার্তো মারদিনি ‘যন্ত্রণাদায়ক’ বলে অভিহিত করেছেন।