News71.com
 International
 10 Jul 17, 07:56 PM
 187           
 0
 10 Jul 17, 07:56 PM

ভারতের বিহারে বজ্রপাতে ২৩ জনের মৃত্যু।।

ভারতের বিহারে বজ্রপাতে ২৩ জনের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছে। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান।বিহারের প্রাদেশিক রাজধানী পাটনাসহ বৈশালি ও সারানে হতাহতের এই ঘটনা ঘটে।এক স্থানীয় কর্মকর্তা বলেন, ‘বৈশালিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।এখানে সাত জন বজ্রপাতে মারা গেছে।পাটনা ও সারান জেলায় চার জন করে প্রাণ হারিয়েছে।তিনি আরো বলেন, ‘রাজ্যের গয়া, সাসারাম, আরারিয়া ও নালন্দা জেলায় বাকীরা প্রাণ হারিয়েছে।রাজ্যের আবহাওয়া বিভাগ আগামী ৪৮ ঘণ্টায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন