আন্তর্জাতিক ডেস্কঃ চীন-ভারতের বিতর্কিত ডোকলাম অঞ্চলে সেনা মোতায়েন নিয়ে উভয় দেশের উত্তেজনা কমছেই না। ভারতীয় সেনারা সে অঞ্চলে দীর্ঘমেয়াদে অবস্থান ও যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। ভারতের সেনারা জানিয়ে দিয়েছে, চীনা সেনা প্রত্যাহার হলেই কেবল ভারত সেনা প্রত্যাহারের কথা ভাববে।ভারতের পক্ষ থেকে চীনের আচরণকে আগ্রাসী বলে দাবি করা হয়েছে।তাদের দাবি, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার ফুট ওপরে বিতর্কিত ডোকালাম অঞ্চল থেকে সরার কোনো লক্ষণ নেই অপর পক্ষের সেনাদের মাঝে।
এসব কারণে ভারতীয় সেনারা সিকিমের এ অঞ্চলটিতে দীর্ঘদিন অবস্থান ও যুদ্ধ পরিচালনার প্রস্তুতি নেওয়া শুরু করেছে।সেনাবাহিনীর রসদ সরবরাহ যেন স্বাভাবিক থাকে সেজন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।চীনা সেনারাও তাদের অবস্থানে অটল রয়েছে।চীনা সেনা সেখান থেকে না পেছালে ভারতও একচুল নড়বে না বলে জানিয়ে দিয়েছে ভারত।এ ব্যাপারে ভারতীয় এক সেনা কর্মকর্তা জানান, চীনের কোনো চাপের কাছে নতিস্বীকার করবে না ভারত।তবে, একইসঙ্গে তিনি আরো জানান, এই সমস্যার সমাধান কূটনৈতিক ভাবেই সম্ভব।চীনও অবস্থানে অটল রয়েছে। এ বিষয়ে চীন কোনো আপোসে যেতে রাজি নয় বলে জানিয়েছে।তাদের দাবি, সমস্যা সমাধান করতে বা সংঘাতময় পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতকেই উদ্যোগী হতে হবে।