আন্তর্জাতিক ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ পেরুতে একটি দ্বিতল বাস উল্টে কমপক্ষে নয়জন যাত্রী নিহত হয়েছেন। গতকাল রবিবার রাজধানী লিমার প্রেসিডেন্ট ভবনের অনতিদূরে এ দুর্ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে সুত্র জানায়,বাসটি সেরো সান ক্রিস্টোবাল থেকে আসছিল। তবে কী কারণে বাসটি উল্টে গেল তা জানা যায়নি। ২৫ থেকে ৩০ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন কানাডীয় ও একজন চিলির নাগরিক রয়েছেন। অন্যদিকে পেরুর স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে,যাত্রীদের নগরীর পর্যটন কেন্দ্রগুলো দেখাতে সান ক্রিস্টোবাল পাহাড়ে দিকে যাত্রাকারী লোকাল বাসটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল। আর এতেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।