News71.com
 International
 10 Jul 17, 11:09 AM
 193           
 0
 10 Jul 17, 11:09 AM

লন্ডনে আবারও আগুন ।। ক্যামডেন লক মার্কেট দাউ দাউ করে জ্বলছে

লন্ডনে আবারও আগুন ।। ক্যামডেন লক মার্কেট দাউ দাউ করে জ্বলছে

আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের উত্তরাঞ্চলে ক্যামডেন লক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৭০ জন অগ্নিনির্বাপককর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।ক্যামডেন লক মার্কেট পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। জানা যায়, আজ সোমবার ভোরে আগুন লাগে।লন্ডন ফায়ার ব্রিগেড বলছে, ঘটনাস্থলে ১০টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়েছে।একজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।কাছের ভবনগুলোতে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।লন্ডন অ্যাম্বুলেন্স সংস্থা জানায়, তাঁরা এখনো পর্যন্ত আহত কাউকে পাননি।তবে ঘটনাস্থলে আছে।

মেট্রোপলিটন পুলিশও ঘটনাস্থলে আছে।আগুন খুব বিপজ্জনক ছিল।বাতাসের কারণে আশপাশের এলাকাগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।আশপাশের ভবনগুলোতে রেস্তোরাঁ ও রান্নাঘর রয়েছে।ভবনগুলো বিস্ফোরিত হতে পারে।অ্যাম্বুলেন্স সংস্থা বলছে, ঘটনাস্থলে চিকিৎসক দল ও হ্যার্জাডাস অ্যারিয়া রেসপন্স টিম পাঠানো হয়েছে।পুলিশের এক মুখপাত্র জানান, অগ্নিকাণ্ডে কেউ আহত হয়েছেন কি না তা এখন পর্যন্ত জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন