News71.com
 International
 10 Jul 17, 10:29 AM
 176           
 0
 10 Jul 17, 10:29 AM

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বৃহৎ বোমা উদ্ধার; ১০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে ।।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বৃহৎ বোমা উদ্ধার; ১০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পোল্যান্ডের পূর্বাংশে অবস্থিত শহর বায়লেস্টকে রাস্তা তৈরির সময় সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি জার্মান বোমা খুঁজে পান কর্মীরা।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে।ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী।খালি করে দেওয়া হয় ওই স্থান ও পার্শ্ববর্তী স্থানের বাড়িগুলি।খবরে বলা হয়, সেখানে বসবাস করে প্রায় ১০ হাজার মানুষ।তাদের প্রত্যেককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। বোম্ব স্কোয়াড জানিয়েছে, মাটির তলা থেকে উদ্ধার করা হয়েছে পাঁচশো কিলোগ্রাম ওজনের একটি জার্মান এসটি-৫০০ বোমা।যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন