News71.com
 International
 09 Jul 17, 10:18 PM
 177           
 0
 09 Jul 17, 10:18 PM

পিৎজা পরিবেশনে নারী রোবট ।।

পিৎজা পরিবেশনে নারী রোবট ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের এক প্রকৌশলীর বানানো নারী রোবট পিৎজা রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে ব্যবহার করা হচ্ছে।ওই রেস্তোরাঁর মালিক উচ্ছ্বসিত হয়ে বলেছেন নারী রোবট ওয়েটার চালু করার পর থেকে তার ব্যবসা অনেক বেড়ে গেছে।পাকিস্তানের প্রাচীন শহর মুলতানের একটি পিৎজা রেস্তোরাঁয় তিনটি রোবট ওয়েটারের কাজ করছে।এগুলোই পাকিস্তানের প্রথম নারী রোবট ওয়েটার।২৫ কেজি ওজনের এই রোবটগুলোর নির্মাতা প্রকৌশলী ওসামা জাফরি। তিনি জানান রোবটগুলো ক্রেতাদের অভ্যর্থনা জানাতে পারে এবং তাদের টেবিলে পিৎজা পৌঁছে দিতে পারে।রোবটগুলোর গায়ে অ্যাপ্রোন এবং গলায় স্কার্ফ জড়িয়ে ক্রেতাদের খাবার পরিবেশন করে।যেহেতু পাকিস্তান একটি রক্ষণশীল দেশ সেহেতু পোশাকের বিষয়টি মাথায় রাখতে হয়েছে।জাফরি বাবার আজিজ পিৎজা ডট কম নামের ওই রেস্তোরাঁটি চালান।আজিজ বলেন তাদের কাছে আরো তিনটি রোবট রয়েছে এবং পিৎজা ডট কমের নতুন একটি শাখা খোলার পরিকল্পনা করছেন।তিনি বলেন, "অন্যান্য রেস্তোরাঁ মালিকরা এখন আমার কাছ থেকে রোবট কিনে নিতে চাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন