আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশের আজমগড়ে বিষাক্ত মদ্যপানের কারণে ছড়িয়ে পড়েছে মৃত্যুর ভয়াল থাবা। নিহতের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। রোববার (৯ জুলাই) পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।উত্তরপ্রদেশের আজমগড়ের কেওথায়িয়া গ্রামে বেআইনি মদের রমরমা ব্যবসা চলছে।প্রশাসন সব জেনেও নীরব ভূমিকা নিয়েছে বলে অভিযোগ রয়েছে।বিরোধী দল আরো অভিযোগ করে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুখে সুশাসনের কথা বলছেন।কিন্তু রাজ্যে প্রকাশ্যে খুন সহ অপরাধের মাত্রা বেড়েই চলেছে।অবৈধ মদের ব্যবসা তারই ইঙ্গিত দিচ্ছে।কেওথায়িয়া গ্রামের অনেক বাসিন্দাই বিষাক্ত মদ্যপানের জেরে অসুস্থ।তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।