আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে ভবন ধসের ঘটনায় কমপক্ষে আট নাগরিকের মৃত্যু হয়েছে। সম্প্রতি দেশটির দক্ষিণের শহর নেপলসে ভবনটি ধসে পড়লে গতকাল শনিবার মৃতদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়। সুত্র জানিয়েছে,স্থানীয় সময় গতকাল শনিবার ভবনটি ধসে পড়ে। চারতলা আবাসিক ভবনটি ১৯৫০ সালে নির্মাণ করা হয়েছিল। এ ঘটনার পর থেকেই ভবনের আট বাসিন্দা এ ঘটনার পর নিখোঁজ রয়েছেন।
অগ্নি নির্বাপক বাহিনীর মুখপাত্র লুকা কারি বলেছেন,আমরা সবগুলো মৃতদেহ উদ্ধার করেছি। তাদের সবাইকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি জানান,উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। নিহতদের মধ্যে দুই সহোদর রয়েছে। এদের একজনের বয়স ১৪ এবং অপরজনের আট। ভবনটি ধসে পড়ার কারণ খতিয়ে দেখতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।