News71.com
 International
 09 Jul 17, 06:37 PM
 207           
 0
 09 Jul 17, 06:37 PM

আইএস ঘাঁটি ধ্বংস করে পশ্চিম মোসুল সম্পূর্ন পুনরুদ্ধার ইরাকি সেনাবাহিনীর।।

আইএস ঘাঁটি ধ্বংস করে পশ্চিম মোসুল সম্পূর্ন পুনরুদ্ধার ইরাকি সেনাবাহিনীর।।

 আন্তর্জাতিক ডেস্কঃ মোসুলের বেশ কয়েকটি আইএস ঘাঁটি ধ্বংস করে পশ্চিম মোসুল পুনরুদ্ধার করল ইরাকি সেনাবাহিনী। সেনাবাহিনীর হাতে এই আইএস ঘাঁটিগুলি চলে আসায় ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মোসুলে সম্পূর্নভাবে আইএস মুক্ত হল বলে জানা গেছে। যদিও এখনও কোথাও আইএস ঘাঁটি বাঁ জঙ্গিরা লুকিয়ে রয়েছে কিনা সেজন্য চলছে ইরাকি সেনাদের সার্চ অপারেশন। ইরাকি সেনাবাহিনীর জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসূল জানান,২০‌১৪ সালের জুলাই মাসে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি যে এলাকায় দাঁড়িয়ে কথিত খেলাফতের ঘোষণা দিয়েছিলেন তার পুরোটাই এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও জানান,আইএসের হাত থেকে শনিবার পুরোন মোসুলের নুজাইফি স্ট্রিটের পাশাপাশি আত-তুব ও আস-সাগা এলাকা পুনরুদ্ধার করে সেনাবাহিনী। এসব এলাকাকে এতদিন আইএস জঙ্গিদের শেষ ঘাঁটি বলে মনে করা হচ্ছিল।

স্বেচ্ছাসেবী বাহিনীর সাহায্য নিয়ে ইরাকের সেনাবাহিনী ২০১৭ সালের অক্টোবর মাসে মোসুল পুনরুদ্ধারের অভিযান শুরু করে। এর প্রায় ১০০ দিন পর গত ১৯ ফেব্রুয়ারি টাইগ্রিস নদী দিয়ে বিভক্ত শহরটির পূর্ব অংশ থেকে আইএসকে পুরোপুরি নির্মূল করা হয়। এরপর পশ্চিম মোসুলের পুরনো অংশে শক্তভাবে গেড়ে বসে এই জঙ্গি গোষ্ঠী। এই কারণে মোসুলের এই অংশ পুনরুদ্ধার করতে প্রায় পাঁচ মাস সময় লেগে যায়। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,পশ্চিম মোসুল থেকে পূর্ব মোসুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ৩৫ আইএস জঙ্গিকে খতম করেছে সরকারি সেনারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন