News71.com
 International
 09 Jul 17, 12:27 PM
 187           
 0
 09 Jul 17, 12:27 PM

জার্মানিতে জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনে ডোনাল্ড ট্রাম্পের আসনে বসলেন মেয়ে ইভানকা।।

জার্মানিতে জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনে ডোনাল্ড ট্রাম্পের আসনে বসলেন মেয়ে ইভানকা।।

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার নেতাদের একটি বৈঠকে অনুপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প।সেসময় ট্রাম্প ইন্দোনেশিয়ার নেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন। আর তার পরিবর্তে ইভানকা বসেন ওই বৈঠকে।সংবাদদাতা বলছেন, তিনি এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেছে বলে মনে করতে পারছেন না। যদিও ইভানকা ট্রাম্প তার বাবার উপদেষ্টা পদে আছেন কিন্তু সাধারণত প্রেসিডেন্টের অনুপস্থিতিকে তার জায়গায় বসেন পররাষ্ট্রমন্ত্রী বা অন্য কোন উচ্চ পদস্থ কর্মকর্তা।

এই ঘটনায় সামাজিক মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।বৈঠক শুরু হ্ওয়ার কিছু সময় পরেই ট্রাম্প ফিরে আসেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেজা মে ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মাঝে থাকা নিজের আসনটি গ্রহণ করেন।এই বৈঠকে যখন ট্রাম্প অনুপস্থিত ছিলেন তখন আফ্রিকান অভিবাসী ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা চলছিল এবং এ বিষয়ে নেতাদের আলোচনায় ইভানকা ট্রাম্প কোনো ভূমিকা রাখেননি।সামাজিক মাধ্যমে অনেকে সমালোচনা করেছেন এই বলে যে মিস ইভানকা নির্বাচিত কেউ নন, তাঁর মতো এক ফ্যাশন ব্র্যান্ডের মালিক এমন উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকে কোন যোগ্যতায় বসে এই প্রশ্ন তুলে অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন