আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিসের জাকোন্তোস দ্বীপে মার্কিন এক পর্যটককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে দ্বীপটির একটি পানশালায় এ ঘটনা ঘটে।নিহত মার্কিন পর্যটকের নাম বাকারি হেন্ডারসন। ২২ বছরের এই তরুণ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক পাশ করেন।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার বন্ধুদের সঙ্গে গ্রিসের ওই পানশালায় যান বাকারি।সেখানে এক ব্যক্তি তাদের ওপর চড়াও হলে মারামারি শুরু হয়।একপর্যায়ে নিরাপত্তারক্ষীরা তাদের পানশালা থেকে চলে যেতে বলেন।পরে তারা রাস্তায় গিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়লে নিহত হন বাকারি।এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ প্রথমে একজন সার্বিয়ার নাগরিক (৩২) ও একজন গ্রিসের নাগরিককে (৩৪) গ্রেপ্তার করে।পরে আরও ছয় সার্বিয়ান পর্যটককে আটক করে পুলিশ।