News71.com
 International
 08 Jul 17, 12:12 PM
 187           
 0
 08 Jul 17, 12:12 PM

ভারতের তামিলনাডুতে মদ নিষিদ্ধের প্রতিবাদে নারীদের বিক্ষোভ।।  

ভারতের তামিলনাডুতে মদ নিষিদ্ধের প্রতিবাদে নারীদের বিক্ষোভ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মদ খেয়ে সাধারণ পরিবারের পুরুষদের বেসামাল আচরণ, সংসারে অশান্তি-মারপিট ইত্যাদির কারণে নারীরা হামেশাই মদপানের বিরুদ্ধে নিজেদের ক্ষোভের কথা জানিয়ে থাকেন। কিন্তু এবার ঘটনা ঘটেছে উল্টো। ভারতের তামিলনাডুর একটি গ্রামের নারীরা মদ নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করেছে। সম্প্রতি প্রশাসন তামিলনারুর তিরপুর জেলার থানিরপন্ডাল এলাকায় মদের দোকানগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয়। এতেই ক্ষেপে ওঠেন নারীরা। এর বিরুদ্ধে নিজস্ব যুক্তিও উপস্থাপন করছে তারা।

গত বৃহস্পতিবার স্থানীয় নারীরা তাদের বিরোধিতার পক্ষে রাস্তায় নেমে আসে এবং সড়ক অবরোধ করে। মদের দোকান বন্ধের বিরোধীতায় সড়ক অবরোধে প্রায় অর্ধশত নারী অংশ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশকে আন্দোলনকারীরা জানায়,গ্রাম থেকে মদের দোকান সরিয়ে নিলে তাদের পুরষদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে! এর ব্যাখ্যায় তারা জানায়,গ্রামে মদের দোকান না থাকলে পুরুষরা মদের জন্য দূর-দূরান্তে যাবে। এতে করে চলাচলের পথে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তামিলনারুতে বর্তমানে রাজ্য জুড়ে মাদক বিরোধী আন্দোলন-বিক্ষোভ চলছে এবং তাতে সাড়া দিয়ে সরকার ও স্থানীয় সংগঠন বা রাজনৈতিক মহল নানান উদ্যোগ নিচ্ছে। কিন্তু থানিরপন্ডাল গ্রামের ঘটনা এর থেকে সম্পূর্ণ আলাদা যা নয়া ভাবনার সৃষ্টি করেছে।আবাসিক এলাকা থেকে মদের দোকান সরিয়ে নেওয়ার পক্ষে তামিলনাড়ুতে হামেশাই আন্দোলন-বিক্ষোভ হতে দেখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন