News71.com
 International
 07 Jul 17, 09:08 PM
 231           
 0
 07 Jul 17, 09:08 PM

এই মুহূর্ত পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা আছে রাশিয়ার কাছে।।

এই মুহূর্ত পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা আছে রাশিয়ার কাছে।।

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন, বিশ্বের নয়টি দেশের কাছে সর্বোমোট ১৪,৯৩৫টি আণবিক বোমা আছে বলে জানানো হয়েছে ৷ তবে এ সব বোমার সংখ্যা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে৷ পৃথিবীর বিভিন্ন দেশ ও সংগঠন এর উপর কাজ করে চলেছে । পুরোদমে চলছে পারমানবিক নিরস্ত্রীকরনের কাজ । কিন্ত এত কিছুর পরও সবসময় একটা অজানা শঙ্কা ও পারমানবিক যুদ্ধের হাতছানি সবসময় বিশ্বের সচেতন মানুষকে তাড়া করছে।

হিসাব অনুযায়ি এই মূহুর্তে রাশিয়ার কাছে সবচেয়ে বেশি পারমানবিক বোমা রয়েছে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আনবিক বোমা রয়েছে৷ দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা সাত হাজারেরও বেশকিছু বেশী বলে ধারনা । গত শতাব্দিতে দ্বীতিয় বিশ্ব যুদ্ধের পরপরই ১৯৪৯ সালে তারা প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল৷

রাশিয়ার পর সংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র । যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম দেশ যারা পারমাণবিক বোমা বানিয়েছে এবং এটা যুদ্ধে ব্যবহারও করেছে৷ দেশটিতে এখন প্রায় ৬,৮০০ টি পারমাণবিক বোমা মজুত রয়েছে বলে ধারনা বিশেষজ্ঞদের।

সাবমেরিনে পারমাণবিক বোমা ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে তিন শ’র মতো৷ এগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে৷ দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়৷


২৭০টি পারমাণবিক বোমা আছে এশিয়ার বৃহৎ দেশ চীনের হাতে ৷ রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা নগন্য হলেও দেশটি ধীরে ধীরে এই বোমার সংখ্যা বাড়াচ্ছে৷ স্থল, আকাশ বা সমুদ্রপথে এসব বোমা ছোঁড়া সম্ভব৷ এছাডাও যুক্তরাজ্যেরও আছে ২১৫টি পারমাণবিক বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে৷ জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটি ১৯৫২ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়৷

দক্ষিণ এশিয়ায় দেশ গুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পারমানবিক বোমার সংখ্যা প্রায় সমান সমান। এবং একসয়ের এক দেশ থেকে বিভক্ত হবার পর থেকে তিনবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে।
সঠিক জানা না গেলেও অনেকের ধারনা পাকিস্তানের কাছে আছে ১৩০ থেকে ১৪০টি আণবিক বোমা৷ সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়নোর চেষ্টা করছে ৷ অনেকে আশঙ্কা করেন, প্রতিবেশীর সাথে দেশটির লড়াই কোনো এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে৷

তবে পাকিস্তান বোমা বাড়ানোর চেষ্টা করলেও তার সাথে পাল্লা দিয়ে নিজেদের পারমানবিক অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে ভারতও। যদিও ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ১৯৭৪ সালে৷ দেশটির কাছে আণবিক বোমার সংখ্যা ১২০ থেকে ১৩০টি৷ ভারত অবশ্য জানিয়েছে, তারা আগে কোনো দেশকে আঘাত করবে না, আর যেসব দেশের পারমাণবিক বোমা নেই, সেসব দেশের বিরুদ্ধে তারা এ ধরনের বোমা ব্যবহার করবে না কোনোদিন৷

ইসরাইল সম্পর্কে তথ্য কম ইসরাইল অবশ্য নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসমক্ষে প্রকাশ করে না৷ দেশটির ৮০টির মতো পারমাণবিক ‘ওয়ারহেড’ আছে বলে ধারণা করা হয়৷ আর উত্তর কোরিয়া সবার নিচে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে ১০ থেকে ২০টির মতো পারমাণবিক বোমা রয়েছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন