আন্তর্জাতিক ডেস্কঃ নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিফা এলাকায় জঙ্গি সন্দেহে ১৪ বেসামরিক নাগরিককে ভুল করে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন,নিহতদের সবাই আসলে নিরস্ত্র কৃষক। নাইজেরিয়া সীমান্তের কাছে আবাদাম গ্রামের প্রবেশ নিষিদ্ধ এলাকায় তারা ঢুকে পড়েছিল। নিহতদের মধ্যে দুইজন নাইজারের নাগরিক। বাকিরা সীমান্ত পেরিয়ে আসা নাইজেরীয়। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। কোথাও বিমান হামলায় ওই কৃষকদের নিহত হওয়ার খবর প্রকাশ পেয়েছে। সুত্র জানায়,প্রবেশ নিষিদ্ধ ওই এলাকায় নিহত কৃষকরা তাদের ফসলের অবস্থা পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন। কিন্তু জঙ্গি ভেবে সেখানে দায়িত্বরত সেনা সদস্যরা তাদের গুলি করে।
নাইজেরিয়ার ইসলামপন্থি জঙ্গি সংগঠন বোকো হারামের জঙ্গিরা প্রায়ই সীমান্ত পেরিয়ে নাইজারে হামলা চালায়। দিফা এলাকায় গত কয়েক বছরে বোকো হারাম জঙ্গিদের হামলা অনেক বেড়ে গেছে। যে কারণে সেখানে সেনা অভিযান শুরু হয়েছে। অভিযান শুরু হওয়ার পর ওই এলাকার হাজার হাজার বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সেখানে অনেক এলাকায় বেসামরিক লোকদের প্রবেশ নিষিদ্ধ। মাত্র তিনদিন আগে সন্দেহভাজন জঙ্গিরা দিফায় নয়জনকে হত্যা করে এবং শিশুসহ বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায়।