আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমের গুয়েরিরো রাজ্যের একটি কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার আসাপুলকো শহরের সর্বোচ্চ নিরাপত্তার লাস ক্রুসেস কারাগারে সংঘর্ষের এ ঘটনা ঘটে।এ ব্যাপারে রাজ্যের নিরাপত্তা কর্মকর্তা রবার্তো আলভারেজ জানিয়েছেন, আটক বন্দীদের বিরোধী গ্যাঙগুলোর মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ বেধে যায়।কর্তৃপক্ষ
কারাগারের বিভিন্ন স্থান থেকে নিহত বন্দীদের লাশ উদ্ধার করে।বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজনের শিরশ্ছেদ করা হয়েছিল।উল্লেখ্য, গুয়েরিরো রাজ্যটি মেক্সিকোর সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা।এটি মাদক উৎপাদনেরও সবচেয়ে বড় কেন্দ্র।