News71.com
 International
 06 Jul 17, 09:17 PM
 199           
 0
 06 Jul 17, 09:17 PM

ল্যাপটপ নিষিদ্ধের তালিকা থেকে কাতার এয়ারওয়েজকে বাদ দিল আমেরিকা।।  

ল্যাপটপ নিষিদ্ধের তালিকা থেকে কাতার এয়ারওয়েজকে বাদ দিল আমেরিকা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ বিমানে ল্যাপটপসহ বড় আকারের ইলেকট্রনিক পণ্য বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। বিভিন্ন দেশের যাত্রীদের জন্য এ নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে তারা। তবে অন্য দুই গাল্ফ ক্যারিয়ার নিষিদ্ধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের সঙ্গে সম্প্রতি যোগ হলো কাতার এয়ারওয়েজের নাম। কাতার এয়ানওয়েজের পক্ষ থেকে জানানো হয়,তাৎক্ষণিকভাবে নিয়ম কার্যকর হয়েছে। এখন থেকে এ ক্যারিয়ারের যাত্রীরা সব ধরনের ব্যক্তিগত ইলেকট্রনিক পণ্য বহন করতে পারবেন। কাতার এয়ারওয়েজের মূল কেন্দ্রটি হলো দোহার হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দর। সেখানকার সকল যাত্রী তাদের নিজস্ব ইলেকট্রনিক পণ্য নিয়েই বিমানে ওঠেন।

এই ওয়ারলাইন এক বিবৃতিতে জানায়,কাতার এয়ারওয়েজ এবং হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির নতুন গাইডলাইন মেনে চলেছে। প্রক্রিয়ায় মাধ্যমে নিষিদ্ধের তালিকার থেকে কাতার এয়ারওয়েজকে বাদ দেওয়ায় আমেরিকা এবং স্থানীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ। নিষিদ্ধের তালিকায় থাকা অবস্থায় আমাদের সকল যাত্রীরা ধৈর্য্য এবং আমাদের ওপর আস্থা রাখার জন্য আমরা কৃতজ্ঞ।

কাতার এয়ারওয়েজ,আবু ধাবি-ভিত্তিক ইতিহাদ,দুবাই-ভিত্তিক এমিরেটস এবং ইস্তানবুল-ভিত্তিক টার্কিশ এয়ারলাইন্স আমেরিকার সব ধরনের চাহিদা মিটাচ্ছে। ল্যাপটপের মাধ্যমে চরমপন্থী ইসলামিক গোষ্ঠীগুলো বোমা বহন করতে পারে- এমন আশঙ্কায় মধ্য প্রাচ্যের ১০টি শহরের আমেরিকাগামী যাত্রীদের ল্যাপটপসহ বড় আকারের ইলেকট্রনিক পণ্য বহন নিষিদ্ধ করা হয়। পরে এয়ারলাইন্সগুলোর ক্রমাগত অভিযোগ ও ব্যবস্থা গ্রহণের ভিত্তিতে এ নিয়ে তিনটি এয়ারওয়েজের যাত্রীদের ল্যাপটপ সহনের অনুমতি দেওয়া হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন