News71.com
 International
 06 Jul 17, 07:52 PM
 182           
 0
 06 Jul 17, 07:52 PM

জাতিসংঘ বৈঠকে উত্তর কোরিয়াকে বিভিন্ন দেশের নিন্দা ও হুমকি।।  

জাতিসংঘ বৈঠকে উত্তর কোরিয়াকে বিভিন্ন দেশের নিন্দা ও হুমকি।।   

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার সাম্প্রতিক শক্তিশালী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি এক বৈঠকে অনুষ্ঠিত হয়। এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র,রাশিয়া,চীন,দক্ষিণ কোরিয়া ও জাপান। জরুরি বৈঠকে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন,গত মঙ্গলবার উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র নিজেকে এবং মিত্রদের রক্ষা করতে সব ক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত। হ্যালি আরও বলেন,যুক্তরাষ্ট্রের প্রতিরোধব্যবস্থার অন্যতম হলো প্রয়োজনমতো সেনাবাহিনী ব্যবহার। যদি আর কোনো উপায় না থাকে,তাহলে আমরা সেনাবাহিনী ব্যবহার করব। তবে আমরা সেদিকে যেতে চাই না। নিরাপত্তা পরিষদকে ফ্রান্সের রাষ্ট্রদূত জানান,তাঁরা উত্তর কোরিয়ায় নিষেধাজ্ঞা কঠোর করতে নতুন প্রস্তাব দিয়েছেন।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে রাশিয়াও। তবে রাশিয়া বলেছে,সেনাবাহিনী ব্যবহারের চিন্তা বাদ দেওয়া উচিত। বলেন,বেইজিং উত্তর কোরিয়ার কর্মকাণ্ড অগ্রহণযোগ্য মনে করে। ওই প্রতিনিধি যুক্তরাষ্ট্রের প্রতি দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা মোতায়েনের পরিকল্পনা আবার পরিমার্জন করার জন্য আহ্বান জানান। উত্তর কোরিয়ার কাছে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধেরও আহ্বান জানান। তিনি বলেন,উত্তর কোরিয়ার কার্যকলাপ কূটনৈতিক সমাধানের পথ বন্ধ করে দিচ্ছে। তবে নিজের ভূখণ্ড ও মিত্রদের রক্ষা করার সামর্থ্য যুক্তরাষ্ট্রের আছে।

আমাদের সেই সামর্থ্যের একটি অংশ আমাদের উল্লেখযোগ্য সামরিক শক্তির মধ্যে নিহিত। বাধ্য হলে আমরা অবশ্যই সে শক্তি ব্যবহার করব,যদিও ওই পথে আমরা যেতে চাই না। উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ করতে দেশটির বৃহৎ মিত্র চীনকে আরও উদ্যোগী হাওয়ার তাগাদা দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ডানা হোয়াইট এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ নিয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন