News71.com
 International
 06 Jul 17, 07:50 PM
 237           
 0
 06 Jul 17, 07:50 PM

নতুন ক্ষেপণাস্ত্রে সিরিয়ায় আইএস ঘাঁটি ধ্বংস করল রাশিয়া।।  

নতুন ক্ষেপণাস্ত্রে সিরিয়ায় আইএস ঘাঁটি ধ্বংস করল রাশিয়া।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের ঘাঁটি লক্ষ্য করে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে৷ রুশ প্রতিরক্ষা মন্ত্রক একথা জানিয়েছে। হামলায় রাশিয়ার বোমারু বিমান টিইউ-৯৫এমএস ব্যবহৃত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর,হামা প্রদেশে এ হামলা করা হয়েছে। হামলার জন্য কেএইচ-১০১(এক্স-১০১) ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে আরও জানানো হয়,হামলায় ধ্বংস হয়ে জঙ্গিদের তিনটি ঘাঁটি৷ উকারিবাত শহরের কাছে এ হামলা করা হয়েছে। হামলার পর পাওয়া গোয়েন্দা তথ্য থেকে জানা গিয়েছে,এতে ধ্বংস হয়েছে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তু।

প্রায় এক হাজার কিলোমিটার দূর থেকে হামলা চালানো হয়েছে এবং এ নিয়ে ষষ্ঠবার এ ক্ষেপণাস্ত্র সিরিয়ায় ব্যবহার করা হল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম রাকায় আইএসের ঘাঁটি ধংস করা হয়েছে৷ পরমাণু বোমা বহনে সক্ষম কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্রের সাড়ে চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা রয়েছে। রাডারের চোখে যেন সহজে ধরা না পড়ে সে জন্য এতে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন