আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের ঘাঁটি লক্ষ্য করে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে৷ রুশ প্রতিরক্ষা মন্ত্রক একথা জানিয়েছে। হামলায় রাশিয়ার বোমারু বিমান টিইউ-৯৫এমএস ব্যবহৃত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর,হামা প্রদেশে এ হামলা করা হয়েছে। হামলার জন্য কেএইচ-১০১(এক্স-১০১) ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে আরও জানানো হয়,হামলায় ধ্বংস হয়ে জঙ্গিদের তিনটি ঘাঁটি৷ উকারিবাত শহরের কাছে এ হামলা করা হয়েছে। হামলার পর পাওয়া গোয়েন্দা তথ্য থেকে জানা গিয়েছে,এতে ধ্বংস হয়েছে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তু।
প্রায় এক হাজার কিলোমিটার দূর থেকে হামলা চালানো হয়েছে এবং এ নিয়ে ষষ্ঠবার এ ক্ষেপণাস্ত্র সিরিয়ায় ব্যবহার করা হল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম রাকায় আইএসের ঘাঁটি ধংস করা হয়েছে৷ পরমাণু বোমা বহনে সক্ষম কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্রের সাড়ে চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা রয়েছে। রাডারের চোখে যেন সহজে ধরা না পড়ে সে জন্য এতে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি।