নিউজ ডেস্কঃ তুর্কি পুলিশ দেশটির অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালকসহ ১২ অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করায় সংস্থাটি তাদের দ্রুত মুক্তি দেয়ার আহবান জানিয়েছে। আজ বৃহস্পতিবার অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল একথা জানিয়েছে। সংস্থার এক বিবৃতিতে বলা হয়,তুর্কি অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের পরিচালক ইদিল ইজারসহ ১২ অ্যাক্টিভিস্টকে পুলিশ গতকাল বুধবার গ্রেফতার করেছে। ইস্তাম্বুলের বুয়ুকাদায় ‘ডিজিটাল নিরাপত্তা ও তথ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা’ থেকে তাদের গ্রেফতার করা হয়।
সুত্রের খবরে বলা হয়,বুয়ুকাদার একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিশ মোট ১২ জনকে গ্রেফতার করে। তাদেরকে কি কারণে গ্রেফতার করা হয়েছে পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি। অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক সলিল শেঠী বলেন,সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়া তুর্কি অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের পরিচালকসহ ১২ জনকে গ্রেফতারের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন, তাদেরকে অবশ্যই বিনা শর্তে দ্রুত ছেড়ে দিতে হবে। গ্রেফতারের পর বর্তমানে তাদেরকে কোথায় রাখা হয়েছে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না।