News71.com
 International
 06 Jul 17, 05:35 PM
 181           
 0
 06 Jul 17, 05:35 PM

ভারতের উত্তরপ্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের।।

ভারতের উত্তরপ্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১৪ জন। আহত হয়েছেন আরো ৫ জন। আজ বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের শীতাপুর ও বীজনরে এ হতাহতের ঘটনা ঘটে।জানা গেছে, সকালে উত্তরপ্রদেশের শীতাপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়। এতে আহত হন আরো দুই জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, দুর্ঘটনার কারণ এখনো জানা না গেলেও ভারী বৃষ্টির জেরে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

অন্যদিকে, এদিক সকালে ভয়াবহ দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বিজনোরে। যাত্রীবাহী বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।৭৪ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ঘাতক বাস ও গাড়িটিকে সরিয়ে দিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন