News71.com
 International
 04 Jul 17, 07:38 PM
 179           
 0
 04 Jul 17, 07:38 PM

হিজবুল প্রধান সালাউদ্দিনকে তিন স্তরের নিরাপত্তায় মুড়ে রেখেছে পাকিস্তান।।

হিজবুল প্রধান সালাউদ্দিনকে তিন স্তরের নিরাপত্তায় মুড়ে রেখেছে পাকিস্তান।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ হিজবুল মুজাহিদিনের জঙ্গি সৈয়দ সালাউদ্দীনকে গ্লোবাল টেররিস্ট তকমা দেয় আমেরিকা। আর তার পর থেকেই পাকিস্তান তাকে বাঁচানোর চেষ্টায় রয়েছে। সূত্রে বলে,পাকিস্তানের নিরাপত্তা সংস্থা সালাউদ্দিনের নিরাপত্তার দিকটি আরো শক্তপোক্ত করে তুলেছে। পাশাপাশি মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সাঈদের নিরাপত্তাও আরো বাড়ানো হয়েছে। গত ১৫ দিনে হাফিজ সাঈদের ঠিকানার চার বার বদল হয়েছে। সালাউদ্দিনের ঠিকানাও বারবার বদল করা হচ্ছে। তিনটি স্তরে এই নিরাপত্তা দেওয়া হচ্ছে সালাউদ্দিনকে। যার মধ্যে প্রথম স্তরে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী,দ্বিতীয় স্তরে পাকিস্তানি পুলিশ এবং তৃতীয় স্তরে আইএসআই-এর এজেন্ট রয়েছে বলে সূত্রের খবর। পাক নিরাপত্তা সংস্থার আশঙ্কা,ভারত-আমেরিকার নজরদারিও আরও বাড়ছে সালাউদ্দিনের ওপর। সেই আশঙ্কাতেই সালাউদ্দিনের নিরাপত্তার দিকটি আরও জোরদার করছে পাকিস্তান।

প্রসঙ্গত,কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে সালাউদ্দিন স্বীকার করে যে সে ভারতে হামলা করানোর সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি সে এই হুমকিও দেয় যে আজও সে ভারতে একাধিক হামলা করাতে পারে। সে স্পষ্ট জানিয়ে দেয়,আমেরিকার নিষেধাজ্ঞা বা চাপ তার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। সে আজও আন্তর্জাতিক ক্ষেত্র থেকে অস্ত্র কিনতে সক্ষম। সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে সে জানিয়ে দেয়,পাকিস্তান থেকে হিজবুল মুজাহিদ্দিন আর্থিক সাহায্য পায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন