News71.com
 International
 04 Jul 17, 01:28 PM
 192           
 0
 04 Jul 17, 01:28 PM

উত্তর কোরিয়ার ছোড়া রকেট বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম ।

উত্তর কোরিয়ার ছোড়া রকেট বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম ।

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু পরীক্ষা চালিয়ে চলেছে উত্তর কোরিয়া। আর তারই জের ধরে এবার দেশটি দাবি করলো, উত্তর কোরিয়ার রকেট বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। সোমবার কৌশলগত বাহিনী দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে এমনটাই দাবি করেছে কিমের দেশ। রাষ্ট্র পরিচালিত দৈনিক রোডং সিনমুনে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে। এতে জানানো হয়, দেশটির কৌশলগত বাহিনী যে কোনো স্থানে যে কোনো সময়ে আঘাত হানতে পারবে।

এর সঙ্গে উত্তর কোরিয়ার কয়েকটি রকেটের ছবিও প্রকাশ করা হয়েছে।সুত্রের খবরে বলা হয়, পিয়ংইয়ংয়ের ছোঁড়া রকেট সফল ভাবে আঘাত হানতে পারবে কারণ এগুলো ছোঁড়ার জন্য উচ্চগতিশীল ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র লাঞ্চার ব্যবহার করা হয়। এতে রকেটের অবস্থান খুঁজে বের করা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায় বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি, উত্তর কোরিয়ার সাম্প্রতিক সফল ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথাও তুলে ধরা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন