আন্তর্জাতিক ডেস্কঃ বেআইনি ড্রোনকে নীচে নামানোর প্রযুক্তি উদ্ভাবনের রিসার্চ সেন্টার তৈরি করল চীন। দেশের দক্ষিণ-পশ্চিমে সিচুয়ান প্রদেশে তৈরি হয়েছে চীনের এই নতুন সেন্টার। সূত্রের খবর,অ্যান্টি ড্রোন প্রযুক্তি উদ্ভাবনের জন্যই এই নতুন পন্থা অবলম্বন করেছে লাল ড্রাগনের দেশ। জানা গেছে,চীনের ২০টি সংস্থা যৌথ ভাবে তৈরি করেছে এই রিসার্চ সেন্টার। যাদের মধ্যে বেশির ভাগই রিসার্চ সংস্থা ও ড্রোন প্রস্ততকারক সংস্থা। চীনের সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তত্ত্বাবধানে কাজ করছে এই সেন্টারটি।
এই নতুন সেন্টার স্থাপনের মূল লক্ষ্য দেশের আরও বেশি মানুষকে অ্যান্টি ড্রোন প্রযুক্তির বিষয়টি শেখানো। উল্লেখ্য,ড্রোনের মাধ্যমে হামলা বৃদ্ধি পেয়েছে চীনে। ২০১৫-এ যার সংখ্যা ছিল পাঁচ। এক লাফে ২০১৬-এ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। সেই থেকে শিক্ষা নিয়েই এই ব্যবস্থা নিয়েছে চীনা প্রশাসন।