News71.com
 International
 04 Jul 17, 01:16 PM
 186           
 0
 04 Jul 17, 01:16 PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দাবিতে যুক্তরাষ্ট্রের ৪৬ শহরে বিক্ষোভ।।    

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দাবিতে যুক্তরাষ্ট্রের ৪৬ শহরে বিক্ষোভ।।      

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার স্বাধীনতা দিবসের দুই দিন আগে দেশটির ৪৬ শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা তাকে বন্দি করারও দাবি জানান। বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন। লস অ্যাঞ্জেলস শহরের বিক্ষোভে অংশ নেন ১০ হাজারের মতো মানুষ। তারা কালো কফিন নিয়ে আসেন সমাবেশে। তাদের হাতে লাল,সাদা এবং নীল ফুলও ছিল। তাদের হাতে ব্যানারে লেখা ছিল —দ্য প্রেসিডেন্সি ১৭৮৯-২০১৭।

এছাড়া শিকাগো,নিউ ইয়র্ক,ওয়াশিংটন,টেক্সাস,পাম বিচ,ফ্লোরিডা,আটলান্টা এবং অস্টিনসহ ৪৫ টি শহরের বিক্ষোভগুলো খুব বেশি বড় না হলেও বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে অবৈধ দুর্নীতিপরায়ন পুতুল’ বলে স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন,প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন এবং তিনি বিচার কাজে বাধা সৃষ্টি করেছেন। কয়েকটি শহরে ট্রাম্পপন্থিরাও পাল্টা সমাবেশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন