News71.com
 International
 03 Jul 17, 07:03 PM
 196           
 0
 03 Jul 17, 07:03 PM

১৩ শর্তের জবাব দিতে কুয়েতে গেলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।।  

১৩ শর্তের জবাব দিতে কুয়েতে গেলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর বেঁধে দেয়া ১৩ দফা শর্তের জবাব দিতে কুয়েতে পৌঁছেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি। এর আগে সন্ত্রাসবাদে অর্থায়ন ও ইরান ঘনিষ্ঠতার অভিযোগসহ ওই ১৩ শর্তের জবাবের জন্য কাতারকে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। গতকাল রবিবার তা বাড়িয়ে দোহাকে আরও ৪৮ ঘণ্টার সময় দেয় সৌদি আরব ও তার মিত্ররা।

আর তাই সৌদি জোটের ১৩ শর্তের জবাবে নিজেদের অবস্থান পরিষ্কার করতে ও অভিযোগের জবাব দিতে এখন কুয়েতে আল থানি। সুত্র জানায়,কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি কুয়েতে সংক্ষিপ্ত সফরে গিয়ে ১৩ শর্তের জবাব হস্তান্তর করেছেন। কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন ৪টি দেশের কূটনৈতিক সম্পর্কচ্ছেদের জেরে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কুয়েত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন