আন্তর্জাতিক ডেস্কঃ সপ্তাহখানেক আগে পাকিস্তানের ভাওয়ালপুরে ঘটেছিল ভয়াবহ ট্যাংকার বিস্ফোরণ। সেই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০৬ জনে পৌঁছে গেল। দুর্ঘটনায় গুরুতর আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ দুর্ঘটনায় আহত শতাধিক মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাদের চিকিৎসা চলছে মুলতান,লাহোরের বিভিন্ন হাসপাতালে।
গত ২৫ জুন ভাওয়ালপুর জেলার পূর্ব আহমেদপুরে তেলের ট্যাংকারে বিস্ফোরণ হয়। ৪০ হাজার লিটার জ্বালানি তেল নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল ট্যাংকার। উল্টে যাওয়ার পর বিস্ফোরণে পাশে থাকা ৬টি গাড়ি ও ১২টি মোটরসাইকেল বিধ্বস্ত হয়। ট্যাংকার উল্টে গেলে তেল সংগ্রহ করতে জড়ো হয় সাধারণ মানুষ। এই সময় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। তাতেই অনেকের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ক্রমাগত বেড়ে চলেছে নিহতের সংখ্যা।