News71.com
 International
 03 Jul 17, 06:59 PM
 419           
 0
 03 Jul 17, 06:59 PM

ভারতে অমরনাথ যাত্রাপথে জঙ্গি-পুলিশ সংঘর্ষ, এক পুলিশ সদ্যস নিহত।।  

ভারতে অমরনাথ যাত্রাপথে জঙ্গি-পুলিশ সংঘর্ষ, এক পুলিশ সদ্যস নিহত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে অমরনাথ যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জঙ্গিরাও সক্রিয় হয়ে উঠেছে। আজ সোমবার ভারতের অনন্তনাগ-পহেলগাম রোডে অমরনাথ যাত্রার নিরাপত্তায় কাজে যুক্ত পুলিশদের ওপর জঙ্গিরা হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তারা,যাতে এক পুলিশ সদস্য নিহত হন। আজ সোমবার ৩১৩৩ জন পুণ্যার্থী অমরনাথ যাত্রার জন্য রওনা হয় বলে জানা যায়।

অন্যদিকে,জম্মু-কাশ্মীরে পুলওয়ামা জেলায় জঙ্গি এবং সিআরপিএফ,পুলিশের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। পুলওয়ামার বামনু এলাকায় এখনও পর্যন্ত দুজন জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। চলতি বছরে অমরনাথ যাত্রা শুরু হয় ২৯ জুন। পুলিশের এক কর্রমকর্তা পক্ষ থেকে জানানো হয়,পুণ্যার্থীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন