আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-চীন সীমান্ত জুড়ে বাড়ছে উত্তেজনা৷ সীমান্তজুড়ে বেড়ে চলা এই অশান্তিকে নিয়ন্ত্রন করার জন্যই ভারতীয় সাংবাদিকদের তিব্বতে ঢোকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করল চীন৷ এ বিষয়ে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফরেন অ্যাফেয়ার্স করেসপনডেন্টসের আহ্বায়ক বিজয় নায়েক জানিয়েছেন,চীনা দূতাবাস থেকে ভারতীয় সাংবাদিকদের জন্য তিব্বতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷ নায়েক আরও জানিয়েছেন,সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনার অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে চীন৷ আর এই অভিযোগেই বেড়ে চলেছে সীমান্ত জুড়ে উত্তেজনা৷
সাম্প্রতিককালে সীমান্ত জুড়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেই উত্তেজনাকে নিয়ন্ত্রন করার জন্যই সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে চীনে৷ চলতি মাসে ৮জুলাই থেকে ১৫জুলাই এই ট্রিপের বন্দোবস্ত করা হয়েছিল তিব্বতে৷ কিন্তু সীমান্ত জুড়ে বেড়ে চলা এই উত্তেজনা না কমলে সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে চীনা দূতাবাস৷ নিরাপত্তা ব্যবস্থার অজুহাতে মানস সরোবরেও আটকে দেওয়া হয়েছে তীর্থযাত্রীদের৷ ডোকলামে চীন সরকার রাস্তা তৈরি করতে চায়৷ ডোকলাম হল এমন একটি জায়গা যেখানে ভারত,চীন এবং ভুটান একসঙ্গে মিলিত হয়েছে৷ ডোকলামে চীনের এই রাস্তা বানানোর বিষয়টি একেবারেই অবৈধ বলে দাবি করে ভুটান৷