আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে একটি বাসের সঙ্গে লরির সংঘর্ষে বাসটিতে আগুন লেগে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশের এক মুখপাত্র সম্প্রচারমাধ্যম বলেছেন,১৭ জন নিখোঁজ রয়েছে এবং এদের অনেকেই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্চে। দুর্ঘটনায় ৩১ জন আহত হয়েছে বলে এক টুইটারে জানিয়েছে স্থানীয় পুলিশ। দুর্ঘটনার সময় বাসটিতে ৪৮ জন আরোহী ছিল বলে জানায় তারা।