আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় পর্বত চূড়ার সঙ্গে ধাক্কা লেগে একটি ত্রাণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ক্রুসহ এর আট আরোহীর সবাই মারা গেছেন বলে জানা গেছে। আজ সোমবার দেশটির প্রধান দ্বীপ জাভার কাছে আগ্নেয় উদগীরণ থেকে লোকজনকে সরিয়ে আনার কাজে সহযোগিতা করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে,হেলিকপ্টারটি দিয়েং সমভূমিতে পৌঁছানোর মাত্র তিন মিনিট আগে বিধ্বস্ত হয়। নিহত চার ক্রুর সবাই ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কর্মকর্তা। আর বাকি চার আরোহী ছিলেন ত্রাণকর্মী। নিহত সবার লাশ উদ্ধার করে সেন্ট্রাল জাভার রাজধানী সিমারাংয়ের পুলিশ হাসপাতালে নেয়া হয়েছে।