আন্তর্জাতিক ডেস্কঃ চীনের দক্ষিণাঞ্চলে গত কয়েকদিনের বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে। সুত্র জানিয়েছে,গুয়াংশি অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর বন্যায় সাতজনের মৃত্যু হয় এবং তিনজন নিখোঁজ হয়। অঞ্চলটির ২৩ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেশী হুনান প্রদেশে বন্যাজনিত কারণে আটজনের মৃত্যু হয়েছে এবং স্থানীয় তিন লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে এ প্রতিবেদনে বলা হয়েছে। আসছে দিনগুলোতে আরো বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে চীনের আবহাওয়া প্রশাসন।