News71.com
 International
 02 Jul 17, 11:11 PM
 174           
 0
 02 Jul 17, 11:11 PM

পাকিস্তানে আকস্মিক বন্যায় ১১ জনের প্রাণহানি।।  

পাকিস্তানে আকস্মিক বন্যায় ১১ জনের প্রাণহানি।।   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ রবিবার কর্মকর্তারা এ কথা জানায়। জেলা পর্যায়ের এক কর্মকর্তা জানান,গত শুক্রবার ভারী বর্ষণের ফলে আকস্মিকভাবে সৃষ্ট বন্যায় বেলুচিস্তানের লাসবেলা জেলার বাড়িঘর ভেসে যায়। তিনি বলেন,ভেসে যাওয়া ১৪ জনের মধ্যে আজ আমরা ১১ জনের লাশ উদ্ধার করেছি। এছাড়া এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়,বন্যায় ২০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন