
আন্তর্জাতিক ডেস্ক; প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়ে দীর্ঘ সময় ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়েছিলেন ব্রাজিলের কুখ্যাত মাদক সম্রাট লুইস কার্লোস দা রোচা। ৩০ বছর পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। লুইস কার্লোস দা রোচা নাম হলেও হোয়াইট হেড নামেই পরিচিত ছিলেন তিনি। গতকাল শনিবার ব্রাজিলের মাতো গ্রুসো প্রদেশের সরিসো শহর থেকে রোচাকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন রোচা।